জঙ্গিদের জন্য পেগাসাস ব্যবহারে কোনও ভুল নেই, কেন্দ্রকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

কলকাতা- জাতীয় নিরাপত্তার কারণে পেগাসাসের ব্যবহার মোটেও ভুল নয়, এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। পহেলগাঁও হামলার কথা মাথায় রেখে শীর্ষ আদালতের মত, নিরাপত্তা নিয়ে আরও বেশি সতর্ক থাকা দরকার।

প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিল মাসে পেগাসাস রিপোর্ট প্রকাশ্যে আসার পরই উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, পেগাসাস নামের এই ইজরায়েলি সফটওয়্যার ব্যবহার করে দেশের প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পপতি এমনকী সরকারি আমলাদের উপরও নজরদারি চালাচ্ছে কেন্দ্র। রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রের টার্গেটে ছিলেন রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, রাকেশ আস্তানা, প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসার মতো ব্যক্তিত্বরা।

পেগাসাস স্পাইওয়্যার তৈরি করেছে ইজরায়েলি সংস্থা এনএসও গ্রুপ। এর মাধ্যমে কোনও ব্যক্তির মোবাইল ফোনে থাকা মেসেজ, ইমেল, ছবিতে গোপনে প্রবেশ করতে পারে নজরদারি কর্তৃপক্ষ। এমনকী এর মাধ্যমে ওই ব্যক্তির লোকেশন ট্র্যাক করা যায় এবং ফোন কলে আড়ি পাতাও সম্ভব হয়। এই স্পাইওয়্যার দিয়ে ওই ব্যক্তির অজ্ঞাতেই তাঁর ফোন ক্যামেরায় ছবি তোলা বা ভিডিও করা যায়। এই সফটওয়্যার ব্যবহার করে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে। তবে এদিন সুপ্রিম কোর্টের মন্তব্যে স্বস্তি পেল কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *