কলকাতা- আরও একবার পাকিস্তানের সন্ত্রাস যোগ তুলে ধরল ভারত। মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি শিবিরে প্রত্যাঘাত করে ভারত। গুঁড়িয়ে যায় শিবিরগুলি। মারা যায় অন্তত ১০০ জন জঙ্গি। এর পর কার্যত দিশেহারা পাকিস্তান বুধবার রাতে ভারতের ১৫টি শহরকে টার্গেট করে মিসাইল হামলা চালায়। যদিও ভারত তার এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে তা সফলভাবে প্রতিহত করেছে।
ভারতের পালটা হামলায় পাকিস্তানের লাহোর সহ একাধিক শহরের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে তছনছ হয়েছে। এদিন ফের সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিসরি। সঙ্গে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভ্যোমিকা সিং। পাকিস্তানের হামলা ভারত কীভাবে প্রতিহত করে পালটা হামলায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে তা তুলে ধরেন এই দুই মহিলা সেনাকর্তা।
পাকিস্তানের মুখোশ খুলে দেন বিদেশ সচিব। তিনি কথা প্রসঙ্গে তুলে ধরেন একটি ছবি। ছবিতে পাকিস্তানে এক ব্যক্তির অন্ত্যেষ্টীর দৃশ্য দেখা যায়। তিনি জানান, ভারত শুধুমাত্র জঙ্গি শিবিরকে টার্গেট করে মিসাইল হামলা চালায়। কিন্তু পাকিস্তানের দাবি হামলায় সাধারণ নাগরিকের প্রাণ গিয়েছে। কিন্তু ছবিতে দেখা গিয়েছে, মৃতদেহকে পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়ানো হয়েছে। উপস্থিত রয়েছেন সেনা আধিকারিকরাও। তাঁর প্রশ্ন, পাকিস্তানে কী নাগরিকদের শেষকৃত্য জাতীয় পতাকায় মুড়িয়ে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে সম্পন্ন করা হয়? তিনি জানান, নিহত ব্যক্তিরা সন্ত্রাসী ছিল, সন্ত্রাসীদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা বোধ হয় পাকিস্তানে প্রচলিত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের তথ্য দিয়ে সন্ত্রাসবাদীদের বাঁচাতে পাকিস্তানের চেষ্টার কথা তুলে ধরেন বিক্রম মিসরি।