নয়াদিল্লি- ড্রোন হামলা প্রতিহত করাই যেন এখন যে কোনও দেশের কাছে চ্যালেঞ্জের ব্যাপার। আর যে কোনও ড্রোন হানা রুখতে এবার ভারতের হাতে ‘ভার্গবাস্ত্র’। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র মঙ্গলবার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।
ওডিশার গোপালপুর উপকূলে দেশীয় মাইক্রো মিসাইলগুলি পরীক্ষা করা হয়। সেগুলি প্রতিটি মাপকাঠিতেই সফল হয়েছে বলে খবর। ড্রোন ধ্বংসকারী ছোট মাপের এই ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করেছে ‘সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড’ (এসডিএএল)।
মাইক্রো মিসাইলের উপর ভিত্তি করে এই ড্রোন ধ্বংসকারী ব্যবস্থাটি তৈরি করা হয়েছে। ড্রোন হামলা প্রতিহত করতে এই ব্যবস্থা অনেক সাহায্য করবে। প্রায় আড়াই কিলোমিটার দূর পর্যন্ত সন্দেহজনক ড্রোনের গতিবিধি শনাক্ত করার ক্ষমতা রয়েছে ‘ভার্গবাস্ত্রর’। যে কোনও ছোট মাপের ড্রোন শনাক্ত করে সেগুলি ধ্বংস করার ক্ষমতা রয়েছে এটির। মঙ্গলবার ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা বিভাগের কর্তাদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রগুলির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।
ভারত-পাকিস্তানের সংঘাতে পাক হানা প্রতিহত করতে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। সেখানে অগ্রণী ভূমিকা নিয়েছে এস ৪০০ ট্রায়াম্ফ (সুদর্শন চক্র), এল ৭০, শিল্কা, জু ২৩ এবং আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এবার ভারতের আকাশসীমাকে আরও নিশ্ছিদ্র করবে ‘ভার্গবাস্ত্র’।