কলকাতা- প্রবল বৃষ্টি। চলন্ত ট্রেনের উপর বজ্রপাত। জ্বলে উঠল ট্রেনের একটি অংশ। আতঙ্ক যাত্রীদের মধ্যে। মুর্শিদাবাদে বুধবার শিয়ালদহ থেকে লালগোলাগামী একটি ট্রেনের উপর বজ্রপাতের কারণে রাত ৮ টার পর থেকে মুর্শিদাবাদের রেজিনগর থেকে লালগোলাগামী লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়।
বুধবার সন্ধেয় লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জার রেজিনগর স্টেশন ছেড়ে বেলডাঙা স্টেশনের দিকে যাওয়ার সময় জানপুর এলাকায় ১০৫ নম্বর রেলগেটের কাছে ট্রেনের একটি কামরার উপর বাজ পড়ে বলে জানা গিয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত নেই। তবে রাত আটটার পর থেকে রেজিগরের জানপুর সংলগ্ন এলাকায় ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়িয়ে যায়। ফলে ওই লাইন দিয়ে কোনও ট্রেন চলাচল করতে পারে না।
বহু যাত্রী ওই ট্রেনের মধ্যে আটকে পড়েন বলে জানা গিয়েছে। ট্রেনটিকে বহরমপুর বা পলাশীর দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য রেলের তরফ থেকে ব্যবস্থা করা হয়। এক যাত্রী বলেন, ট্রেনটি যখন রেজিনগর এবং বেলডাঙা স্টেশনের মাঝামাঝি জানপুর এলাকায় ছিল সেই সময় প্রচন্ড জোরে শব্দ হয় এবং ট্রেনটি জোরে ঝাঁকুনি দিয়ে থেমে যায়।’
বজ্রপাতের পর চালক আবার ট্রেনটিকে চালানোর চেষ্টা করলে ফের একবার প্যানটোগ্রাফে আগুন লেগে যায়। তারপর থেকে ট্রেনটি ওই এলাকাতেই দাঁড়িয়ে থাকে।