হাতে আর ৩৫ দিন! শুকিয়ে যাচ্ছে ড্যাম, চরম জলকষ্টে ভুগবে পাকিস্তান! ভারতের বড় চাল

কলকাতা- আর মাত্র ৩৫ দিন। শুকিয়ে আসছে ড্যামের জল। ৩৫ দিন পর পাকিস্তান ধুঁকবে জলের অভাবে। তেমনটাই ইঙ্গিত মিলল একাধিক রিপোর্টে। এই ড্যামের জল পুরোপুরি শুকিয়ে গেলে রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে তীব্র জল সঙ্কট দেখা যাবে।

তথ্য অনুযায়ী, ইসলামাবাদের ৫০ কিলোমিটার দূরে অবস্থিত খানপুর ড্যামের জলের উপর অনেকটাই নির্ভরশীল গোটা দেশ। খানপুর ড্যামের জল ক্রমেই শুকিয়ে আসছে। অর্থাৎ পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জল সঙ্কটের যে আশঙ্কা দেখা গিয়েছিল, তাই এবার সত্যি হতে চলেছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও দাবি করা হয়েছে, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ব্যবহারযোগ্য জলের উৎস এই খানপুর ড্যাম। এই ড্যামের জল আর ৩৫ দিনের মধ্যে পুরোপুরি শুকিয়ে যাবে‌। আর একমাসের মধ্যে তীব্র জল সঙ্কটে ভুগবে পাকিস্তান।

তীব্র গরমের আবহাওয়া এবং বৃষ্টির অভাবে ড্যামের জল শুকিয়ে আসছে। বর্তমানে ‘ডেড লেভেল’-এর থেকে ২৫ ফুট উঁচুতে রয়েছে জলস্তর। ‌এই জলস্তর আরও খানিকটা নামলেই জল সরবরাহ বন্ধ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *