সোনা কি আর কিনতে পারবে না মধ্যবিত্ত! আকাশছোঁয়া দাম, অক্ষয় তৃতীয়ায় হতে পারে রেকর্ড!

কলকাতা – সোনার দাম নতুন রেকর্ড। বুধবার প্রথমবারের জন্য ৯৮ হাজার টাকা পার করেছিল। এক ধাক্কায় ১৬৫০ টাকা বৃদ্ধি পেয়ে বুধবার এক সময় দিল্লিতে ৯৯.৯ শতাংশের পাকা সোনার দাম পৌঁছে যায় ৯৮১০০ টাকায়। আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্যিক লেনদেনের উত্তেজনার প্রভাব পড়েই সোনার এই মূল্যবৃদ্ধি বলে বিশেষজ্ঞদের অভিমত। শুক্রবার দাম একটু কমেছে। আজ দাম হয়েছে ৯৭ হাজার ৯৪৫ টাকা।

অল ইন্ডিয়া সারাফা অ্যাসোসিয়েশন জানিয়েছে, মঙ্গলবার বাংলা নববর্ষের দিনে এই সোনার দাম ছিল ৯৬৪৫০ টাকা। বুধবার সকালেই এক ধাক্কায় তা অনেকটাই বেড়েছে। বাংলা বছরের শুরুতেই বিয়ের মরশুমে বাঙালিদের ধরে যখন গয়না কেনার প্রবণতা দেখা দেবে তার আগেই এমন মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের কপালে ভাঁজ নিশ্চিতভাবেই। সোনার দাম কয়েক দিনের মধ্যেই লাখ টাকা পার করবে।

পাঁচ বছরের মধ্যেই কার্যত দ্বিগুণ হল সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। প্রতি আউন্স সোনার দাম ৩৩১৮ মার্কিন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *