পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলা, পাকিস্তান কী বলছে? মুখ খুললেন পাক মন্ত্রী

কলকাতা- পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় শোরগোল গোটা দেশে। মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের। আহত হয়েছেন অনেকে। এই হামলার ঘটনার একদিন পর মুখ খুলল পাকিস্তান। বুধবার পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। সেই সঙ্গে জম্মু-কাশ্মীরে এই অস্থির পরিস্থিতির জন্য কেন্দ্রশাসিত অঞ্চলের দেশীয় বাহিনীকেই দায়ী করার চেষ্টা করেছেন তিনি।

পাকিস্তানের বিদেশমন্ত্রক একটি বিবৃতি জারি করে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা বা নিন্দা করা থেকে বিরত থেকেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্র নেই। নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড়, মণিপুর এবং দক্ষিণের রাজ্যগুলিতেই ভারতের সরকারের বিরুদ্ধে বিপ্লব চলছে। এগুলি দেশীয়, জনগণ তাঁদের অধিকার চাইছে। হিন্দুত্ববাদী শক্তি জনগণকে শোষণ করছে, সংখ্যালঘুদের দমন করছে এবং খ্রিস্টান ও বৌদ্ধদের শোষণ করছে। এটি তার বিরুদ্ধেই একটি বিপ্লব, সেজন্যই এই ধরনের কার্যকলাপ ঘটছে। আমরা কোনও পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে সমর্থন করি না।’

মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার ঘনিষ্ঠ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। অনেকেই এই হামলার নেপথ্যে পাকযোগের তত্ত্ব তুলে ধরছেন। যদিও ভারত এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কারও দিকে আঙুল তোলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *