ভোর থেকে ‘হেভি শেলিং’ পাকিস্তানের! সীমান্তের দিকে এগিয়ে আসছে পাক সেনা, জানাল ভারতের বিদেশমন্ত্রক

কলকাতা- ভারতের পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করছে পাকিস্তান। শনিবার ভারতের বিদেশমন্ত্রক ও ভারতীয় সেনার যৌথ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানানো হয়েছে। ভারতীয় সেনার তরফে বলা হয়, ‘পাকিস্তান সেনা তাঁদের সৈন্যদের সামনের দিকে এগিয়ে আনছে। এতে তাদের আক্রমণাত্মক অভিপ্রায় প্রকাশ পাচ্ছে।’ পাকিস্তান যদি উত্তেজনা বৃদ্ধি করে, তাহলে ভারত যোগ্য জবাব দেবে বলে স্পষ্ট জানিয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ভ্যোমিকা সিং।

এদিন স্পষ্ট করে দেওয়া হয়, ভারত কখনওই চায় না উত্তেজনা বাড়ুক। তবে পাকিস্তান আক্রমণাত্মক অভিপ্রায় দেখালে ভারতের সেনাবাহিনীও সবরকমভাবে তৈরি। সব প্রতিকূলতাকে প্রতিহত করতে যথাযথভাবে জবাব দেওয়া হবে বলে সেনার তরফে জানানো হয়েছে।

এদিন বিদেশসচিব বিক্রম মিসরি জানিয়েছেন, পাকিস্তান সেনাকে উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ভারতের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে পাকিস্তান। সাইবার হামলা চালানো হয়েছে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয়। এই দাবিগুলি ভুয়ো বলে জানিয়েছেন বিদেশসচিব। আফগানিস্তানে ভারতের মিসাইল পড়েছে বলে যে খবর ছড়াচ্ছে, তাও মিথ্যা। তিনি বলেন, ‘কোন দেশ আফগানিস্তানে বারবার হামলা চালিয়ে এসেছে, তা আশা করি সেখানকার মানুষকে মনে করিয়ে দিতে হবে না।’

শনিবার কাকভোর থেকে ‘হেভি শেলিং’ শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ সরকারি আধিকারিক সহ তিনজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *