কলকাতা – পূর্ব এবং পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সেই ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে।
উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়ও সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। এই জেলাগুলোতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের কিছু জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।