কলকাতা- ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন ভারতের বিভিন্ন জায়গায় যে ‘ব্ল্যাকআউট’ হয়েছিল, সেই তথ্যও পাকিস্তানে পাচার করেছিলেন ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা! এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছেন তদন্তকারীরা। পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর এক এজেন্টের সঙ্গেও যোগাযোগ ছিল জ্যোতির।
পুলিশ জ্যোতির দুটি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে। সমস্ত লেনদেন আপাতত খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই সঙ্গে ফরেনসিক পরীক্ষার জন্য জ্যোতির তিনটি মোবাইল ফোন এবং ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে। মার্চের পর থেকে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে জ্যোতির কোনও চ্যাটের বিবরণ খুঁজে পাওয়া যায়নি। তবে পুলিশ নিশ্চিত করেছে যে ‘অপারেশন সিন্দুর’-এর দানিশের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ধৃত ইউটিউবার।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ২০২৩ সাল থেকে দানিশের সঙ্গে জ্যোতির যোগাযোগ ছিল। পাকিস্তানি গোয়েন্দা এজেন্টদের সঙ্গে যোগযোগের কথা জেরায় স্বীকার করেছেন জ্যোতি নিজেই, এমনই জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, পাকিস্তানের গুপ্তচরদের ভারতের গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। পাকিস্তানের ভিসার জন্য ২০২৩ সালে নয়াদিল্লিতে পাক হাই কমিশনে গিয়েছিলেন জ্যোতি। সেখানেই দানিশের সঙ্গে আলাপ হয়। দানিশের আমন্ত্রণেই গত বছর পাক হাই কমিশনের ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। এনিয়ে একটি ভিডিও রয়েছে জ্যোতির ইউটিউব চ্যানেলে। যা দেখেই সন্দেহ হয় তদন্তকারীদের।