মে মাসের ১ তারিখ আজ, সন্দাকফুতে তুষারপাত! প্রকৃতির খামখেয়ালিতে ভয় বাড়ছে

কলকাতা- মানুষের উৎপাতে প্রকৃতির এ কী অবস্থা! মে মাসের এক তারিখ আজ, আর এখন কি না পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু জায়গায় তুষারপাত! এই বিরল দৃশ্য হালফিলে দেখা যায়নি।

অসময়ে তুষারপাতে ভয় বাড়ছে। দার্জিলিংয়ের সান্দাকফুতে এই সময় তুষারপাত হয় না। কিন্তু এবার হচ্ছে। তা হলে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এবার আরও ভয় বাড়ছে! মে মাসের প্রথম দিনেই এই তুষারপাত ঘিরে আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত উদ্বেগ দানা বেঁধেছে। স্থানীয়রা জানাচ্ছেন, মে মাসে সান্দাকফুতে তুষারপাত অতি বিরল ঘটনা। স্মরণাতীত কালে এমন নজির নেই। এদিন সকাল থেকেই পুরো তুষারের আস্তরণে ঢেকে যায় সান্দাকফু। তাপমাত্রা নেমে যায় অনেকটাই। ফলে এই মুহূর্তে যেসব পর্যটকরা সান্দাকফুতে রয়েছেন তাঁরা যথেষ্ট উচ্ছ্বসিত। খুশি পর্যটন ব্যবসায়ীরাও।

এদিকে পরিবেশবিদরা বলছেন, এই ঘটনা কিন্তু মোটেও মানবসমাজের জন্য ভাল নয়। বরং এই বিরল ঘটনা আরও চিন্তা বাড়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *