কলকাতা- আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল ৯টার সময় পর্ষদ প্রথম সাংবাদিক সম্মেলন করে ফলাফল প্রকাশ করবে। তারপরই তা ওয়েবসাইটে দেওয়া হবে।
পর্ষদের অফিসিয়াল অ্যাকাউন্টে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ওয়েবসাইট দুটি হল-wbresults.nic.in / wbbse.wb.gov.in। ওয়েবসাইটে ফল জানাতে হলে প্রথম পর্ষদের উল্লিখিত যে একটি ওয়েবসাইটে যেতে হবে। তার পর রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ ইন করতে হবে। মোবাইল অ্যাপ থেকেও মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানা যাবে। যেতে হবে iresults.net/wbbse-app-এ।
পর্ষদ ৯টায় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করবে। তারপর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইট আর মোবাইল অ্যাপে জানা যাবে ফলাফল। শুক্রবারই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বিলি করা হবে। বোর্ড নিজের ক্যাম্প অফিস থেকে প্রথমে মার্কশিট বিলি করবে। একই সঙ্গে দেওয়া হবে শংসাপত্র। ক্যাম্প অফিসে মার্কিশিট আর সার্টিফিকেট বিলি করা হবে সকাল ১০টা থেকে। তারপরই সেগুলি স্কুলে পৌঁছেগেলে সেখান থেকে বিলি করা হবে পড়ুয়াদের জন্য।
এবার পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তার মধ্যে ছাত্র সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রী সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। পরীক্ষার প্রায় ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।