কলকাতা- এবার কলকাতা শহরে কোনও রুফ টপ রেস্তোরাঁ থাকবে না। শহর কলকাতার সমস্ত রুফ টপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিল কলকাতা পুরসভা। এদিন মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, কোনও বিল্ডিং-এর ছাদে রেস্তোরাঁ থাকা চলবে না। শহরের কোন কোন বহুতলের ছাদ দখল হয়েছে, তা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ খতিয়ে দেখবে।
শহর কলকাতায় এখন প্রচুর বহুতল। এদিক-ওদিক ফ্ল্যাট। এমনকী, খালি নেই বহুতলের ছাদগুলিও! রুফটপে রমরমিয়ে চলছে রেস্তোরাঁ, বার, হুক্কা বার। তবে ট্যাক্স তো দূর, পুরসভার কাছে সেসব রেস্তোরাঁ, বার, ক্যাফের কোনও তথ্য়ই নেই। ফলে কখনও সেখানে আগুন লাগলে ছাদ বন্ধ থাকায় বাড়ছে নানা সমস্যা। মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা ছাদ রাখি এই কারণে যে, যদি নিচে আগুন ধরে, তাহলে লোক গিয়ে ছাদে থাকে। দমকল সিঁড়ি ছাদ থেকে তাঁদের উদ্ধার করে। এখন সেই ছাদগুলি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য় ছাদ বিক্রির প্রবণতা বেড়ে গিয়েছে। সব রেস্তোরাঁ, ডিস্কো, হুকা বার সব ছাদে হচ্ছে। ছাদের সেজন্য় আগুন ধরছে’। সম্প্রতি শহরে একের পর এক আগুন লাগার ঘটনায় এবার বড় পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা।