ডাক্তারদের উচিত ব্র্য়ান্ডের নামের বদলে জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করা, চিকিৎসকদের বিরাট বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতা- ভারতের সব ডাক্তারদের ওষুধের ব্র্যান্ডের নামের বদলে জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করা উচিত। বৃহস্পতিবার একটি মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। ফেডারেশন অফ মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনস অফ ইন্ডিয়া এবং অন্যান্যদের দায়ের করা একটি আবেদনের শুনানির সময় শীর্ষ আদালত চিকিৎসকদের প্রেসক্রিপশন নিয়ে এমন কথা বলেছেন।

বিষয়টি নিয়ে বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের পর্যবেক্ষণ, “সারা দেশের ডাক্তারদের জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করা বাধ্যতামূলক বলে করা উচিত।” উদাহরণ দিতে গিয়ে রাজস্থানের নির্দেশিকার কথা মনে করিয়ে দিয়ে তাঁরা জানান, রাজস্থানে এমন একটি নির্দেশ রয়েছে যে সেখানে প্রত্যেক চিকিৎসককে শুধুমাত্র জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করতে হবে। বিচারপতিদের বক্তব্য, “যদি এই নির্দেশিকা সারা দেশে বাস্তবায়িত হয়, তাহলে স্বাস্থ্যক্ষেত্রে এটি একটি বিশাল পরিবর্তন আনবে।”

শীর্ষ আদালতে দাখিল করা পিটিশনে বলা হয়েছে, ডাক্তারদের বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ বিক্রি এবং প্রচারের জন্য প্রচুর অর্থ ব্যয় করা হয়। আবেদনে এই যুক্তিও দেওয়া হয়েছে যে, ওষুধ কোম্পানিগুলি ডাক্তারদের ঘুষ দিচ্ছে। তাই তারা অতিরিক্ত বা অযৌক্তিক ওষুধ লিখে দিচ্ছে। এটি শুধু সাধারণ মানুষের চিকিৎসার খরচ যেমন বাড়াচ্ছে, ঠিক তোমনই এতে ওষুধের অতিরিক্ত ব্যবহার হচ্ছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে ওষুধের দাম ও মানুষের স্বাস্থ্যের উপর। এই মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *