প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় শাহরুখ, কিং খানের স্টাইলে মুগ্ধ আট থেকে আশি!

কলকাতা – ৫৯ বছর বয়সে এসে মেট গালায় ডেবিউ সারলেন শাহরুখ খান। মাতালেন নিউ ইয়র্কের এই ফ্যাশন শো। তাক লাগালেন তাঁর রাজকীয় রূপে। আর প্রথমবার মেট গালায় অংশ নিয়েই জানিয়ে দিলেন এটাই হয়তো শেষ!

৫ মে নিউ ইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে মেট গালায় ডেবিউ করলেন শাহরুখ। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্যুটে নিজের চার্ম এবং সিগনেচার স্টাইলে রেড কার্পেট কাঁপালেন।

এদিন এই অনুষ্ঠানে এসেই শাহরুখ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি শাহরুখ।’ সঙ্গে দেন তাঁর সেই জনপ্রিয় হাসি। একইসঙ্গে, তিনি এদিন সেখানে জানান তাঁর এই লুক তৈরি করে দিয়েছেন ভারতীয় ফ্যাশন ম্যায়েস্ট্রো সব্যসাচী।

এদিন শাহরুখ খান আরও জানান, তিনি মেট গালায় অংশ নিয়েছেন তাঁর সন্তানদের জন্য। কিং খানের কথায়, ‘নিজে থেকে আদৌ আসতাম কিনা জানি না। কিন্তু যখন সব্য বুদ্ধি দিল তখন বাচ্চারা দারুণ খুশি হয়। আমি এখনও জানি না সেটা সত্যিই দারুন কিনা।’

এবারের মেট গালার থিম সুপারফাইন: টেলোরিং ব্ল্যাক স্টাইল। এদিন শাহরুখ মাটি ছোঁয়া একটি কোট পরেছিলেন যেটা তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি। সঙ্গে রয়েছে জাপানিজ হর্নের বোতাম। সঙ্গে পরেছিলেন সিল্কের কালো শর্ট এবং প্যান্ট। কোমরে ছিল কোমর বন্ধনী। শাহরুখের গায়ে এদিন একাধিক গয়না দেখা যায়। ছিল সোনা, হীরে, নীলা, ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *