কলকাতা- দেশে এখন যুদ্ধ পরিস্থিতি। বর্তমান পরিস্থিতি যা তাতে কেউ যেন কালোবাজারি করে দাম না বাড়ায়! কেউ যেন বেশি করে জিনিস মজুত করে রাখার চেষ্টা না করে। বৃহস্পতিবার নবান্নে এমনটা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন আতঙ্কিত না হতে। শুধু তাই নয়, রাজ্যে কন্ট্রোলরুম খোলা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গেও একটি কন্ট্রোলরুম খোলা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে, সরকারি কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, কোনও সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যার পোস্টিং যেখানে রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন বলে ঘোষণা করেছে নবান্ন।