কলকাতা-উল্টোডাঙার কাছে কবিরাজ বাগান এবার চমক দেবে পুজোর থিমে। কলকাতার ১৪ নম্বর ওয়ার্ডে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ। কমিটি সূত্রে খবর, মণ্ডপটি লম্বায় ১৫০ ফুট। চওড়ায় ৪০ ফুট। মূল মণ্ডপের উচ্চতা ৬০ ফুট। এখানেই থাকবে দুর্গাপ্রতিমা। প্রতিমা হবে একচালার, সাবেকি। প্রতিমার উচ্চতা হবে ৫০ ফুট।
আপামর জনতার মন কেড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে ওঠা দিঘার জগন্নাথ মন্দির। এবার দুর্গাপুজোর মণ্ডপেও সেই জগন্নাথ ধামের ছাপ। সেই থিমেই গড়ে উঠবে পুজোর মণ্ডপ। তাও আবার খাস কলকাতায়।
মূল প্রতিমার কাছে পৌঁছনোর আগে থাকবে মণ্ডপের তিনটি অংশ। একেবারে সামনের দিকে থাকবে শিবের মূর্তি। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই দেখা যাবে সেটি। তারপর থাকবে জগন্নাথ দেবের মূর্তি। পরের ধাপে থাকবে নারায়ণ মূর্তি। তারপর মূল মণ্ডপ। বনগাঁর তিন ডেকরেটর্সের চারমাসের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠবে এই মণ্ডপ। আলোকসজ্জার দায়িত্বে চন্দননগরের শিল্পীরা। পুজোর থিম শিল্পী খোদ পুজো উদ্যোক্তা তথা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী। দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন সেখানে উপস্থিত ছিলেন তিনি।