কলকাতা – পাকিস্তানে নিহত ভারত বিরোধী জঙ্গি। পাকিস্তানের সিন্ধু প্রদেশে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে প্রাণ হারায় এই জঙ্গি নেতা।
জানা গিয়েছে, মৃত জঙ্গির নাম রাজাউল্লাহ নিজামানি ওরফে গাজি সাইফুল্লাহ। লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনে কমান্ডার পদে ছিল এই রাজাউল্লাহ নিজামানি।
২০০৬ সালে নাগপুরে আরএসএস সদর দফতরে হামলার ছক কষেছিল এই রাজাউল্লাহ নিজামানি। এছাড়া ২০০১ সালে উত্তরপ্রদেশের রামপুরে সিআরপিএফ ক্যাম্পেও হামলার মাস্টারমাইন্ড এই লস্কর জঙ্গি।
এদিকে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেও ২০০৫ সালে হামলার ছক কষেছিল এই লস্কর কমান্ডার।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মাতলিতে নিজের বাড়ি থেকে বের হাওয়ার সময় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ গুলি করে রাজাউল্লাহকে। তার বুকে গুলি লাগে। সঙ্গে সঙ্গে রাস্তাতেই লুটিয়ে পড়ে এই লস্কর জঙ্গি কমান্ডার। রাস্তাতেই মৃত্যু হয় তার। এই নিয়ে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে পাকিস্তানে বহু ভারত বিরোধী জঙ্গি খতম হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, এই রাজাউল্লাহ নেপালে লস্কর মডিউলের কমান্ডার ছিল। এই জঙ্গি নেতাকে পাকিস্তানের সরকারের তরফ থেকে নিরাপত্তা প্রদান করা হত। তবে তাতে কোনও লাভ হয়নি।
অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে প্রাণ হারাতে হল রাজাউল্লাহকে। তবে এই হত্যার নেপথ্যে কে বা কারা আছে, তা স্পষ্ট নয়। এর আগে পাকিস্তানের মাটিতে একাধিক জঙ্গি হত্যার দায় ভারতের কাঁধে চাপানোর চেষ্টা করেছে পাকিস্তান। তবে ভারত স্পষ্ট করে জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কোনও যোগ নেই।