রাজনীতি ছাড়ছেন চিরঞ্জিত! হঠাৎ কী হল বাংলা সিনেমার সুপারস্টারের! দিলেন বড়সড় ইঙ্গিত

কলকাতা – রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন বারাসতের তারকা বিধায়ক চিরঞ্জিতের। তিনি বলেছেন, ”অনেক বয়স হয়েছে। তাই মনে হয় সময় এসেছে হস্তান্তরের। এখন আমি নিজের মতো বাঁচতে চাই।”

ছাব্বিশের বিধানসভা ভোটের বছর খানেক আগে তাঁর মুখে এহেন মন্তব্য শুনে রাজনৈতিক মহলের একাংশের মত, প্রার্থী না হওয়ার জল্পনা উসকে দিলেন বারাসতের তিনবারের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।

তিনি বলেন, “১৫ বছর বারাসতে আছি। মানুষের সঙ্গে মিশলাম, ভালো-মন্দে রইলাম। প্রথমবার সুপারস্টার চিরঞ্জিত জিতেছিল। কিন্তু দ্বিতীয়, তৃতীয়বার তো সেটা হবে না। মানুষ আমাকে যাচাই করেছে। আমি বুঝেছি বারাসতের মানুষ আমাকে পছন্দ করে, সম্মান করে। সে কারণেই আমাকে রাখা হয়েছে। কিন্তু অনেক বয়স হয়েছে আমার। এখন আমি নিজের মতো বাঁচতে চাই। ” বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানিয়েছেন বলেও দাবি করেন তৃণমূল বিধায়ক।

তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধও করেছি। উনি বলেছেন এখনও এক বছর বাকি আছে। মুখ্যমন্ত্রীর কী সিদ্ধান্ত নেবেন সেটা একমাত্র উনিই জানেন। এবার উনি যদি আমাকে বলেন থাকতেই হবে, ছাড়বেন না, আমার থাকার প্রয়োজন আছে, তাহলে আমি ভাবব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *