কলকাতা- প্রয়াত অভিনেতা মুকুল দেব। সিনেমা জগতে খুবই পরিচিত মুখ তিনি। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
মুকুলের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় প্রথম জানান অভিনেতা মনোজ বাজপেয়ি। মুকুল সম্পর্কে অভিনেতা রাহুল দেবের দাদা। মনোজের মতোই রাহুলের এক বান্ধবী অভিনেত্রী দীপশিখা নাগপালও সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি অভিনেতার সঙ্গে একটি পুরোনো ছবি সহ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আরআইপি’।
ছোট পর্দা থেকে বড় পর্দা, সবেতেই কাজ করেছেন মুকুল। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। সলমন খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে অভিনয় করে মুকুল আলাদা করে নজর কেড়েছিলেন দর্শকদের। হিন্দি ছাড়াও মালয়ালি, গুজরাটি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি ছবিতেও কাজ করেছেন তিনি। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। জানা যাচ্ছে, মা-বাবার মৃত্যুর পর থেকে নিজেকে একঘরে করে রেখেছিলেন তিনি। কিছুটা মানসিক অবসাদেও ছিলেন।