পহেলগাঁতে জঙ্গি হামলার প্রতিবাদ অরিজিৎ সিংয়ের, বড় লোকসান হবে জেনেও করলেন ‘এমন’ কাজ

কলকাতা- ২৫ এপ্রিল অরিজিৎ সিংয়ের জন্মদিন। তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ ৮ থেকে ৮০। বিভিন্ন ভাষায় শত শত গান উপহার দিয়েছেন তিনি। কেবল গান নয়, অরিজিৎ একাধিকবার বিভিন্ন কারণে প্রতিবাদে সরব হয়েছেন অতীতে।

২০২৪ সালে যখন আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়, সেই সময় প্রতিবাদে গর্জে ওঠেন অরিজিৎ সিং। লিখে ফেলেন আস্ত একটি গান। আর কবে গানটির মাধ্যমেই প্রশ্ন তোলেন, সুরে সুরে প্রতিবাদ জানান। তাঁর লেখা সেই গান সেই আন্দোলনের সময় দারুণ ভাবে ভাইরাল হয়ে যায়।

কেবল গানটি লেখা নয়। শ্রোতারা যখন তাঁর সেই গান কনসার্টে গাইতে অনুরোধ করেন তার তীব্র বিরোধিতা করেন গায়ক। মনে করিয়ে দেন, তিনি প্রতিবাদের জন্য এই গান লিখেছেন, কনসার্টে গাওয়ার জন্য নয়। অন্যদিকে সম্প্রতি পহেলগাঁওয়ে যে জঙ্গিহানা ঘটল তাতেও ক্ষোভ প্রকাশ করেছেন অরিজিৎ সিং। ২৬ জন সহনাগরিকের মৃত্যুতে শোকপ্রকাশ করে লেখেন, ‘পহেলগাঁওয়ের খবরে অসুস্থ বোধ করছি। ওই পরিবারগুলো! ওঁরা এটার মোকাবিলা করবেন কী করে ঈশ্বরই জানেন।’ নিজের বিরাট লোকসান হবে জেনেও কনসার্ট বাতিল করে দিয়েছেন। সেই বিষয়ে ঘোষণা করে লেখেন, ‘সাম্প্রতিক এবং মর্মান্তিক ঘটনার আলোকে, শিল্পীদের সঙ্গে আয়োজকরা সম্মিলিতভাবে আগামী রবিবার অর্থাৎ ২৭শে এপ্রিল চেন্নাইতে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁরা তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এবং সেই টাকা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *