কলকাতা – ২৩ এপ্রিল কর্মরত অবস্থায় ভুল করে বর্ডার পেরিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছিলেন হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। ভারতের প্রবল কূটনৈতিক চাপে ২২ দিন পর তাঁকে ফেরাতে বাধ্য হয় পাকিস্তান।
১৪ মে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় পূর্ণমকে। কিন্তু তখনই বাড়ি ফিরতে পারেননি তিনি। স্বাস্থ্যপরীক্ষা করা হয় তাঁর। সমস্তকিছু পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে শুক্রবার বাড়ি ফিরছেন বিএসএফ জওয়ান।
আজ বিকেল ৫টা নাগাদ বাড়ি ফেরার কথা তাঁর। এই খবর পেতেই খুশির হাওয়া পরিবার সহ গোটা এলাকায়। বাবার অধীর অপেক্ষায় রয়েছে ছেলে।
পূর্ণের স্ত্রী রজনী জানান, এখন স্বামীর বাড়ি ফিরে আসার অপেক্ষায় রয়েছেন তিনি। বাবা-মা বলছেন, ‘ছেলে তাড়াতাড়ি ঘরে ফিরুক।’ তবে তাঁরা আগেই জানিয়ে রেখেছেন ছেলেকে ফের দেশরক্ষার কাজে পাঠাবেন।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পরদিন অর্থাৎ ২৩ এপ্রিল ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন পূর্ণমকুমার সাউ। সেই থেকে পাক রেঞ্জার্সদের হাতে বন্দি ছিলেন তিনি।