তিন লস্কর জঙ্গির বাড়ি ধ্বংস, কাশ্মীরে বদলার মেজাজে সেনা! খোঁজ চলছে তিন মোস্ট ওয়ান্টেড-এর

কলকাতা- কাশ্মীরে পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যার ঘটনায় অভিযুক্ত লস্কর-ই-তৈবার সদস্য আসিফ শেখ ও আদিল হোসেন ঠোকারের বাড়ি বৃহস্পতিবার রাতেই ধ্বংস হয়েছিল। এবার আরও তিন লস্কর জঙ্গির বাড়ি ধ্বংস করা হল। সেনা সূত্রে খবর, পুলওয়ামা, কুলগাম ও সোপিয়ানে থাকা তিন জঙ্গি জাকির আহমেদ, এহসান উল শেখ এবং আদিল গুড়ির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে।

পহেলগাঁওয়ের ঘটনায় এরা জড়িত ছিল বলে সেনা সূত্রে খবর। তবে সেনার তরফে এও জানানো হয়েছে, শুধু জঙ্গিদের বাড়ি ধ্বংস করা নয়, তাদের গ্রেপ্তার করাটাই মূল উদ্দেশ্য। কুলগামের কাইমো এলাকার ঠোকরপোরা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা জঙ্গিদের সহযোগী ছিল বলে সেনার অনুমান।

২২ তারিখ পহেলগাঁওয়ে ২7 জন পর্যটককে হত্যা করে জঙ্গিরা। ধর্ম জেনে বেছে বেছে খুন করা হয় বলে সেখানে উপস্থিত নিহতদের পরিবারের সদস্যরা জানান। এরপর থেকেই উপত্যকাজুড়ে চিরুনি তল্লাশিতে নেমেছে সেনা। চলছে অভিযান। উপত্যকাজুড়ে বাড়ছে উত্তেজনা।

বৃহস্পতিবার দুই জঙ্গি আসিফ শেখ ও আদিল হোসেনের বাড়ি ধ্বংস হয়। জানা যাচ্ছে, ২০১৮ সালে আদিল পাকিস্তানে গিয়েছিল এবং সেখানে সে জঙ্গি প্রশিক্ষণ নেয়। এরপর গত বছর সে জম্মু ও কাশ্মীরে ফিরে আসে। পাকিস্তানি জঙ্গিদের স্থানীয় গাইড হিসেবে কাজ শুরু করে। আসিফ ও আদিল ছাড়াও এই মামলায় আরও দুই পাকিস্তানি জঙ্গিকে ‘মোস্ট ওয়ান্টেড’ ঘোষণা করেছে তদন্তকারী সংস্থা। তারা হল হাশিম মুসা ওরফে সুলেমান এবং আলি তালহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *