পহেলগাঁও জঙ্গি হামলার আজ এক মাস! এখনও ধরা পড়ল না হামলাকারী কোনও জঙ্গি! কেন?

কলকাতা- বরফে ঢাকা পাহাড়। পাইনের ঘন বন। ছবির মতো সুন্দর সবুজ ঘাসের উপত্যকা। পর্যটকদের কাছে যা স্বর্গের মতো। সেখানে এমন হত্যালীলা!

২২ এপ্রিল, মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে রক্তগঙ্গা বইয়ে দেয় এক দল জঙ্গি। বেছে বেছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ২৬ জন পর্যটককে। ভারতের ইতিহাসে নিকৃষ্টতম জঙ্গি হামলার ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। সেই ঘটনার এক মাস অতিবাহিত। এখনও তদন্ত চালাচ্ছে NIA। পাক মদতপুষ্ট জঙ্গি হামলার পরেই ‘অপারেশন সিঁদুর’-এ একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে।

ঘটনার পর থেকে বৈসরন ভ্যালি এলাকায় বিভিন্ন প্রতক্ষ্যদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে। এই হামলার পিছনে পাকিস্তানের তিন জন-সহ কমপক্ষে পাঁচজন সন্ত্রাসবাদীর হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যেই তিনজন সন্দেভাজন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে। তাদের সম্পর্কে তথ্যের জন্য ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে।

এখনও পর্যন্ত মোট ১৫০ জন স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্থানীয় ঘোড়া চালক, দোকানদার, ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসে নিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রত্যক্ষদর্শী এবং দোকানদারদের বক্তব্যের ভিত্তিতে বৈসরন ভ্যালির একটি 3D ম্যাপিংও করা হয়েছে। পুলওয়ামা হামলার তদন্তের সময়েও এনআইএ একই রকম 3D ম্যাপিং তৈরি করেছিল। প্রতক্ষ্যদর্শী এবং নিহতদের পরিবার ও অন্যান্য পর্যটকদের থেকে ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। তবে একমাস পরেও সেই হামলার সঙ্গে সরাসরি যুক্ত কোনও জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *