তিনদিনের বাস ধর্মঘট হচ্ছে না, যাত্রীদের জন্য বিরাট সুখবর, আর ভোগান্তি নয়

কলকাতা- বাস ধর্মঘট প্রত্যাহার করল বাসমালিক সংগঠনগুলি। বৃহস্পতিবার থেকে তিন দিন বাস ধর্মঘট হওয়ার কথা ছিল। লাগাতার বৈঠকের পরে তা প্রত্যাহার করা হল। বাস সংগঠনের দাবি, তাঁরা যথাযথভাবে নিজেদের দাবি জানাতে পেরেছেন। তাই এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল।

২২, ২৩ ও ২৪ মে বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বেসরকারি বাস সংগঠনগুলির একাংশ। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শহরের রাস্তায় বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার পরিবহণ দফতরের তরফে সেই বিষয়ে বৈঠক ডেকেছিলেন পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহন। তবে সেদিনের বৈঠক নিষ্ফলা হয়। ফলে ধর্মঘট হচ্ছেই খবর ছিল বুধবার পর্যন্ত।

ভাড়া বৃদ্ধি, পুরনো বাসগুলিকে অতিরিক্ত দু’বছর চলতে দেওয়া-সহ একগুচ্ছ দাবিতে ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত বাস ধর্মঘটের ডাক দেয় বেসরকারি বাসমালিক সংগঠনগুলি। যাত্রী হয়রানির কথা ভেবে ধর্মঘট তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিল পরিবহণ দফতর। সোমবার বেশ কয়েকটি বাস মালিক সংগঠনকে নিয়ে বৈঠকে বসে পরিবহণ দপ্তর। কিন্তু সেই বৈঠক ভেস্তে যায়। এরপরই মঙ্গলবার ফের বৈঠকের ডাক দেওয়া হয়। শেষমেশ ধর্মঘট প্রত্যাহার হচ্ছে, যা কি না যাত্রীদের জন্য সুখবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *