কলকাতা – ঝড়বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে গরমও বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার সন্ধেয় রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবার ২১ এপ্রিলও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার থেকে রবিবার অবধি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৪০–৫০ কিমি। আবার কোনও কোনও জেলায় সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি।
২৩ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার অবধি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিমি।
বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তর ও দক্ষিণে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা কম। তবে ঝড়বৃষ্টির পালা সাঙ্গ হলে সর্বোচ্চ তাপমাত্রা ২–৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে