বছরে আয় ৭০ কোটি টাকা, দেশের সব থেকে জনপ্রিয় গায়ক, আজ অরিজিৎ সিংয়ের জন্মদিন

কলকাতা – আজ, ২৫ এপ্রিল ৩৭ বছরে পা দিলেন অরিজিৎ সিং। একের পর এক হিট গান উপহার দিয়েছেন। তাঁর গানের জাদুতে মুগ্ধ ৮-৮০।

মাত্র ১৮ বছর বয়সে কেরিয়ার শুরু। আশিকি ২ ছবির তুম হি হো গানটি তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। যদিও তাঁর প্রথম প্লেব্যাক করা গান মার্ডার ২ ছবির ফির মহব্বত গানটি। বিভিন্ন ভাষায় এখনও পর্যন্ত ৩০০ টির বেশি গান গেয়েছেন অরিজিৎ।

এখন বলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া গায়ক অরিজিৎ সিং। বছরে প্রায় ৭০ কোটি টাকা আয় তাঁর। ৪১৪ কোটি টাকার সম্পত্তি আছে গায়কের।

বলিউডের এক একটি গান গাওয়ার জন্য প্রায় ১০ লাখ টাকা করে নেন অরিজিৎ। আর কনসার্টের জন্য ৫০ লাখ টাকা থেকে দেড় কোটি টাকা চার্জ করে থাকেন।

অরিজিৎ সিংয়ের মুম্বইয়ে ভারসোভা বিল্ডিংয়ে ৪টি ফ্ল্যাট আছে। আর প্রতিটির দাম প্রায় ৯ কোটি টাকা। এছাড়া তাঁর কাছে রেঞ্জ রোভার ভগ, হামার এইচ ৩, মার্সিডিজ বেঞ্জের মতো একাধিক বিলাসবহুল গাড়ি আছে। যদিও তিনি সাদামাটা ভাবেই থাকতে পছন্দ করেন।

তুম হি হো গানটির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন অরিজিৎ সিং। কলঙ্ক টাইটেল ট্র্যাক, অ্যায় ওয়াতান, রোকে না রুকে, সুরজ ডুবা হ্যায়, ইত্যাদি গানগুলির জন্যও ফিল্মফেয়ার পেয়েছেন গায়ক। সোচ না সকে গানটির জন্য গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন অরিজিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *