বুধবার, ৭ মে যুদ্ধের মহড়া দেশজুড়ে, এদিকে ইডেনে কেকেআরের ম্যাচ! ব্ল্যাক আউট হলে খেলা হবে কী করে?

কলকাতা – পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত একের পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করছে। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পর, এবার সরকার দেশজুড়ে মক ড্রিল এবং ব্ল্যাকআউট অনুশীলনের নির্দেশ দিয়েছে।

৭ মে সারা দেশে মক ড্রিল পরিচালিত হবে। সেই সময় রাতে একাধিক জায়গায় ব্ল্যাকআউটের অনুশীলন পরিচালিত হবে। প্রশ্ন হল, এই মহড়া IPL-এর ম্যাচে আদৌ কী প্রভাব ফেলবে?

৭ মে IPL-এ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটি হবে ইডেনে। যদি এই ম্যাচে কোনও ব্ল্যাকআউট হয় সেক্ষেত্রে এই ম্যাচটি কীভাবে হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনুরাগীরা।

KKR বনাম CSK ম্যাচে ব্ল্যাকআউটের কোনও প্রভাব পড়বে না। বুধবার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় মক ড্রিল এবং ব্ল্যাকআউটের আয়োজন করা হবে। যদিও কলকাতার নাম এই তালিকায় নেই। কিন্তু কলকাতায় যদি ব্ল্যাকআউটও হয়, তবুও খেলার ওপর এর কোনও প্রভাব পড়ত না।

কলকাতার ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের বিদ্যুৎ ব্যবহার করা হয় না। ইডেনে নিজস্ব জেনারেটর ব্যবহার করে। IPL ম্যাচের সময়ে ইডেনে জেনারেটর ভাড়া করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ইডেন গার্ডেন্সে ৪ টি লাইট টাওয়ার রয়েছে। যার মধ্যে মোট ৪৮৪ টি আলো স্থাপন করা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *