‘ওরা ধর্মের রাজনীতি করে না,’ অধীর চৌধুরির মুখে বামেদের ব্রিগেডের প্রশংসা

কলকাতা- ‘ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমি চাইব এই সমাবেশ সফল হোক।’ বামেদের ব্রিগেড সমাবেশের সাফল্য কামনা করে এই মন্তব্য করেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। শ্রমিক, কৃষক, খেতমজুর এবং বস্তি— এই চার গণসংগঠনের ডাকে রবিবার ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছিল সিপিআইএম। বৈশাখের দুপুরে লাল পতাকায় ছেয়ে গিয়েছিল ব্রিগেড ময়দান।

সমাবেশ প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “ভারতবর্ষে বামেরা ধর্মনিরপেক্ষ শক্তি। ওদের সঙ্গে রাজনৈতিক ও মতাদর্শের দিক থেকে অনেক বিরোধ রয়েছে। একটা সময় বামেদের বিরুদ্ধে লড়াই করেছি। বাম আমলে আন্দোলন করতে গিয়ে প্রচুর মার খেয়েছি। বুকে এখনও গুলির দাগ রয়েছে। জেল খেটেছি। কিন্তু এটাও বলতে হবে, ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে না।”

শুধু অধীর চৌধুরীই নয়, বামেদের ব্রিগেড সমাবেশের সাফল্য কামনা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ব্রিগেড সমাবেশের সাফল্য কামনা করে তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘খেটে খাওয়া মেহনতি মানুষের ব্রিগেড। সাফল্য কামনা করি।’’

লাল পতাকা হাতে সভায় হাজির হয়েছিলেন রাজ্যের হাজারে হাজারে সিপিএমের কর্মী সমর্থক। বক্তাদের মধ্যে একমাত্র হেভিওয়েট নেতা ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ছিলেন কৃষকসভার অমল হালদার, খেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার, বন্যা টুডু, বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন দে, সিটুর অনাদি সাহুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *