কলকাতা- চলতি সপ্তহে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ দক্ষিণবঙ্গে। ফলে বাড়বে গরম। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও বাড়বে তাপমাত্রা। আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে আপাতত আরও কিছুদিন বৃষ্টি চললেও বাড়বে তাপমাত্রা। সপ্তাহভর উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে সোমবার এবং মঙ্গলবারের জন্য। এই দু’দিন বৃষ্টির সঙ্গে একাধিক জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার দু’-এক জায়গায় সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ এবং নদিয়ায় সতর্কতা জারি রয়েছে। আর কোথাও তেমন সতর্কতা নেই। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ছ’ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।