কলকাতা- কাশ্মীরে এখন পর্যটনের মরশুম। তারই মাঝে ফের সন্ত্রাসী হানা। জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের নিশানা করে একদল জঙ্গি গুলি চালাতে শুরু করে। তার জেরে বহু জন আহত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, পহেলগাঁওতে নিরাপত্তা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় গুলি চালনার খবর পেতেই সেখানে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে,’ বহু পর্যটক কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁওতে জঙ্গিদের গুলি চালনায় আহত হয়েছেন।’ সংবাদ সংস্থা ইউএনআই-র খবর অনুযায়ী, বাইসরনের যে জায়গায় নৈস্বর্গিক সৌন্দর্য রয়েছে, যেখানে পর্যটকদের ভিড় ব্যাপক, সেখানেই এই হামলা চলেছে। রিপোর্টে এক সিনিয়র অফিসারকে উল্লেখ করে বলা হয়েছে,’ একজন পর্যটকের ওপর জঙ্গিরা হামলা করতে থাকে। অনেকে আহত হন। আমরা আশঙ্কা করছি অনেকের আঘাত গুরুতর।’ জানা যাচ্ছে যে জায়গায় এই ঘটনা ঘটেছে, সেখানে সহজে গাড়ি যায় না। ফলে সেই জায়গা পর্যন্ত প্রশাসনের পৌঁছতে সময় লেগেছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে ১৯ এপ্রিল সেখানে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে পরে সেই সফর বাতিল হয়েছে। রেলের তরফে জানানো হয়, খারাপ আবহাওয়ার কারণে সেই কর্মসূচি বাতিল হয়েছে। এদিকে, কিছু সপ্তাহ আগেই জম্মু ও কাশ্মীরের সফরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি উচ্চস্তরীয় বৈঠকে বসেন। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। তারপর ভূস্বর্গের বুকে এই হামলার ঘটনা বেশ তাৎপর্যবাহী।
কাশ্মীরের পহেলগাঁও এলাকা সেখানের স্বচ্ছ্ব জলের লেক, জঙ্গলের জন্য খ্যাত। সঙ্গে রয়েছে পাহাড়ি এলাকার সৌন্দর্য। এই পরিবেশ উপভোগ করতে প্রতিবছর গরমে কাশ্মীরে বহু পর্যটকের ভিড় হয়। জানা গিয়েছে, আজকের সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন পর্যটক আহত হয়েছেন।