কলকাতা- আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল সবকিছু। কিন্তু পরিস্থিতি বদলে যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। আর্তনাদ, হাহাকার, রক্ত উপত্যকার বুকে। পহেলগাঁও হামলায় সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, এখনও প্রাণ গিয়েছে ২৭ জনের। রাজনীতি, দেশের প্রায় সব স্তরে আতঙ্ক, আশঙ্কা, চর্চা। দেশবাসীকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী।
এবার সামনে এসেছে অসমের এক অধ্যাপকের বক্তব্য। তা শুনেও রীতিমতো চমকে উঠছেন সাধারণ মানুষ। কী বলছেন তিনি? সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, অসম বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য জানিয়েছেন, ঠিক কোন কারণে তাঁর পাশের জনকে জঙ্গিরা গুলি করে খুন করলেও, ছেড়ে দিয়েছিল তাঁকে।
তিনি ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সর্বভারতীয় সংবাদ সংস্থায়। মঙ্গলবার ঘটনার সময় তিনি জিরিয়ে নিচ্ছিলেন গাছের তলায় শুয়ে। সঙ্গে পরিবার। আচমকা শুনতে পান, আশেপাশের অনেকেই কলমা পাঠ করছেন। তিনি যেহেতু জানতেন, তিনিও তাই কলমা পাঠ শুরু করেন। তাঁর পাশেই শুয়ে থাকা এক ব্যক্তিকে জঙ্গিরা মাথায় গুলি করে খুন করার পর জঙ্গিরা তাঁকে জিজ্ঞাসাও করে ‘কী করছেন?’। তিনি জোরে জোরে কলমা পড়তে থাকায় তারা অন্যত্র চলে যায় বলে জানিয়েছেন ওই অধ্যাপক। পরে তিনি সেখান থেকে উঠে গিয়ে, প্রায় দু’ ঘণ্টা ঘোড়ার ক্ষুর অনুসরণ করে হাঁটতে থাকেন। তিনি যে বেঁচে আসছেন, এখনও নিজেই বিশ্বাস করতে পারছেন না।