পাকিস্তানে রাত কাটল বাংলার জওয়ানের, হুগলির পিকে সিংকে কি ছাড়বে না পাক রেঞ্জার্স?

কলকাতা – পুলওয়ামা হামলার পর বালাকোটে কয়েকশো জঙ্গি খতম করেছিল ভারত। তার পরই যেন জঙ্গিদের জন্যে প্রাণ কেঁদে উঠেছিল পাকিস্তানের। সেই সময় অভিনন্দন বর্তমানের বীরত্বের সামনে নাস্তানাবুদ হতে হয়েছিল পাকিস্তানকে। তবে অভিনন্দন বর্তমানও ধরা পড়েছিলেন পাক সেনার হাতে। তার পর হাজার নাটক! এবারও কি বাংলার বিএসএফ জওয়ানকে নিয়েও তেমনই পরিকল্পনা পাকিস্তানের?

২৪ এপ্রিল পাকিস্তানি রেঞ্জার্সের হাতে আটক হয়েছিলেন হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পিকে সিং। ১৮২ নম্বর ব্যাটেলিয়নে বিএসএফের কিষাণ গার্ড ইউনিটে কর্মরত তিনি। ২৪ এপ্রিল দুপুরে পঞ্জাব সীমান্তের ফিরোজপুরের কাছ থেকে পিকে সিংকে আটক করেছিল পাক জওয়ানরা।

এদিকে পিকে সিং আটক হওয়ার পরপরই তাঁকে উদ্ধার করতে ৎপরতা শুরু করেছিল সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা ছিল। তবে পাকিস্তানি পক্ষ সেই বৈঠকে যোগ দিতেই আসেনি। এই আবহে আশঙ্কা করা হচ্ছে, ফের অভিনন্দন বর্তমানের মতো পিকে সিংকে নিয়ে চাপ সৃষ্টির খেলায় মাততে পারে পাকিস্তান।

পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই আতঙ্কিত পাকিস্তান। তারা ভারতের প্রত্যাঘাতের অপেক্ষায় যেন এক একটা মুহূর্ত কাটাচ্ছে। এরই মাঝে ২৪ এপ্রিল সীমান্তের কাছে ডিউটি করছিলেন পিকে সিং। সেই সময় তিনি ইউনিফর্মেই ছিলেন। তাঁর সঙ্গে ছিল সার্ভিস রাইফেলও। সেই অবস্থায় পাকিস্তান তাঁর চোখ বেঁধে গাড়িতে করে নিয়ে যায় পিকে সিংকে। এখন তারা পিকে সিংকে ফেরাতে অস্বীকার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *