কলকাতা- শিলিগুড়ি থেকে তিনধারিয়া যাওয়ার পথে সুকনার কাছে উল্টে গেল টয়ট্রেনের একটি ইঞ্জিন। শুক্রবার দুপুর ১ টা নাগাদ ঘটনাটি ঘটে। লাইনে স্কিড করে উল্টে যায় ইঞ্জিন। ঘটনায় চালক ও সহকারী চালক সামান্য আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্তারা। ইতিমধ্যেই ইঞ্জিনটি তোলার প্রক্রিয়া শুরু করেছে রেলদপ্তর। যদিও এনজেপি থেকে দার্জিলিংগামী টয়ট্রেনের স্বাভাবিকভাবেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।
এর আগেও বহুবার লাইনচ্যুত হয়েছে টয়ট্রেন। গত বছর ১লা জানুয়ারি দার্জিলিংয়ের কাকঝোরায় টয়ট্রেনের একটি ইঞ্জিন লাইন থেকে বেরিয়ে গিয়েছিল। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হননি। দার্জিলিংয়ের নস্টালজিয়া মানেই টয়ট্রেন। আর সেই টয়ট্রেনই বার বার দুর্ঘটনার মুখে পড়ছে। এই নিয়ে বেশ কয়েকবার লাইনচ্যুত হওয়ার কিছুটা ভয় কাজ করছে যাত্রীদের মনে।