কলকাতা- মে মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলা সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে দল পাঠাবে না ভারত। এমনই দাবি করা হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। ২৮ মে থেকে জিন্না কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ওই টুর্নামেন্ট। প্রথমে ঠিক ছিল, ভারত সেখানে দল পাঠাবে। কিন্তু ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হানার পর ভারত ও পাকিস্তানের সম্পর্কে অবনতি ঘটেছে। ২৭ জন পর্যটককে গুলি করে হত্যার জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ফলে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
পাকিস্তান ভলিবল ফেডারেশনের (পিভিএফ) কর্মকর্তা আব্দুল আহাদ রবিবার বলেছেন, ‘ভারত প্রথমে জানিয়েছিল চ্যাম্পিয়নশিপের জন্য ২২ জন খেলোয়াড় সহ ৩০ সদস্যের দল পাঠাবে। কিন্তু সম্প্রতি তারা জানিয়েছে, আগামী মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে প্রতিযোগিতায় তারা দল পাঠাবে না।’
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ। আইসিসি ও এশীয় স্তরের প্রতিযোগিতায় দুই দেশ মুখোমুখি হলেও দ্বিপাক্ষিক ক্রিকেট হয় না। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে খেলতে বাবর আজমরা ভারতে এলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এবছর রোহিত শর্মারা পাকিস্তানে যাননি। সব খেলা হয়েছে দুবাইয়ে।