কলকাতা – না আছে ঢাল, না তলোয়ার, এমনই নিধিরাম সর্দার। এই প্রবাদ বাক্যটি যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে।
সদ্য প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, পাকিস্তানের কাছে এই মুহূর্তে যে অস্ত্র ভান্ডার রয়েছে তা দিয়ে মাত্র ৪ দিন যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারবে তারা। আর তাদের এই অস্ত্র ভাণ্ডারে ঘাটতির নেপথ্যের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, ইউক্রেন এবং ইজরায়েলের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক অস্ত্র চুক্তিকে।
পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি(POF), যারা পাকিস্তানি সেনাকে অস্ত্র সরবরাহ করে, বর্তমান সময়ে দাঁড়িয়ে তারা চাহিদা মতো পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করতে সক্ষম নয় বলেও জানা গিয়েছে।
সূত্রের খবর, ভারতের সঙ্গে লড়াই করার জন্য পাকিস্তানের কাছে ১৫৫ মিমি আর্টিলারি শেল থেকে শুরু করে এম ১০৯ হাউইটজার এবং বিএম-২১ রকেট সিস্টেমের ঘাটতি রয়েছে।
পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের। ২ মে অনুষ্ঠিত স্পেশাল কর্পস কমান্ডারস কনফারেন্সেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, এর আগেও পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এই বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন, দীর্ঘস্থায়ী সংঘাতের ক্ষেত্রে ভারতের মোকাবিলা করার জন্য পর্যাপ্ত গোলাবারুদ এবং অর্থনৈতিক শক্তির অভাব রয়েছে পাকিস্তানের।