রাত পোহালেই যুদ্ধের মহড়া! বাংলার কোন কোন জায়গা হবে ব্ল্যাক আউট?

কলকাতা – ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। এমন আবহে বুধবার দেশজুড়ে অসামরিক মহড়া অনুষ্ঠিত হবে। দেশের ২৭টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের ২৫৯টি জায়গায় এই মহড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ৩১টি জায়গা। সেগুলি হল – কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্ণপুর-আসানসোল, ফরাক্কা, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কার্সিয়াং, কালিম্পং, জলঢাকা, হাওড়া, বর্ধমান, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, কোলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।

যুদ্ধকালীন পরিস্থিতিতে কী করণীয় সেবিষয়ে সাধারণ নাগরিকদের সচেতনতার পাঠ দিতে বুধবার এই অসামরিক মহড়া হতে চলেছে। ১৯৭১ সালের পর প্রথম দেশজুড়ে এমন মহড়া হবে।

শত্রু দেশের বিমান হামলার সময় সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা, তা মহড়ায় দেখা হবে। এর পাশাপাশি রাতে বিমান হামলা হলে যাতে সমস্ত আলো নিভিয়ে শত্রুপক্ষকে বিভ্রান্ত করে দেওয়া যায়, তারও মহড়া সেরে রাখতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *