‘পাকিস্তান হয়তো ওকে আর ছাড়বে না’, আশঙ্কায় বিএসএফ জওয়ান পিকে সাউয়ের পরিবার

কলকাতা- অপারেশন সিঁদুর। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এমন পরিস্থিতিতে স্বামীর ফিরে আসার ক্ষেত্রে সিঁদুরে মেঘ দেখছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের পরিবার। পূর্ণমের স্ত্রী বলেছেন, ‘পাকিস্তান ওকে আর ছাড়বে না।’

সীমান্তে টহলদারির সময় ভুল করে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। দেশের সীমা পেরোতেই তাঁকে আটক করেন পাক রেঞ্জার্স। স্বামীকে ফেরাতে পাঠানকোটে গিয়েছিলেন পুর্ণমের স্ত্রী সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। আশ্বাস দেওয়া হয়েছিল পূর্ণমকে ফেরাতে সবরকম চেষ্টা করা হবে। কিন্তু গতকালে ঘটনার পর স্বামীর ফিরে আসার ব্যাপারে কোন আশার আলো দেখতে পাচ্ছেন না পূর্ণমের স্ত্রী রজনী কুমার। তিনি বলেন, ‘এখন আর আশা দেখছি না। যুদ্ধ বেঁধে গিয়েছে। এখন পাকিস্তান আর হয়তো ওকে আর ছাড়বে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *