দেশের সুরক্ষায় আপোষ নয়! প্রতিরক্ষা খাতে বাড়ছে বরাদ্দ, কেন্দ্র নিতে পারে বড়সড় সিদ্ধান্ত

কলকাতা – অপারেশন সিঁদুর’ -এর সাফল্য এবং পাকিস্তানকে প্রতিহত করতে এস-৪০০ সহ অত্যাধুনিক সমরাস্ত্রের ভূমিকা দেশ সুরক্ষায় প্রতিরক্ষা খাতে বরাদ্দের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের সুরক্ষায় আরও ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করবে কেন্দ্র! এমনটাই দাবি একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।

প্রতিবেদন অনুসারে, প্রতিরক্ষা খাতে বরাদ্দের জন্য অতিরিক্ত বাজেট পেশ করা হতে পারে সংসদের শীতকালীন অধিবেশনে। এই অতিরিক্ত অর্থ সেনার আধুনিকীকরণ, গবেষণা এবং আধুনিক অস্ত্রশস্ত্র কেনার কাজে ব্যবহৃত হবে।

চলতি বছর প্রতিরক্ষা বাজেট ৬.৮১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। গত বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৯.৫৩ শতাংশ। ২০২৪ সালে প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ ছিল ৬ লক্ষ ২২ হাজার কোটি। সেখানে ২০২৫ সালে প্রতিরক্ষা খাতে ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা মূল বাজেটের ১৩ শতাংশ।

এবার সেটা আরও বাড়ল। বস্তুত নতুন করে ভারত-পাকিস্তান সংঘাতের আবহে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার গুরুত্ব বেশি করে অনুভব করছে মোদি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *