কলকাতা- পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। টোকিওতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, পাকিস্তান সন্ত্রাসবাদের হিংস্র মণিব।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত্যু হয় ২৬ জন নিরীহ পর্যটকের। পরবর্তীতে পাকিস্তানকে মোক্ষম জবাব দেয় ভারতীয় সেনা। বিশ্বের কাছে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের মুখোশ খুলে দিতে নানা দেশে গিয়েছে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলটি রয়েছে টোকিওতে। এবার সেই দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে টোকিওতে প্রবাসী ভারতীয়দের সভায় অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সন্ত্রাসবাদ যদি হয় পাগলা কুকুর তাহলে পাকিস্তান তাদের হিংস্র মণিব!
অভিষেক বলেন, কাশ্মীরে হামলা চালিয়ে জঙ্গিরা পাকিস্তানে ফিরে গিয়েছিল। এরপরও পাকিস্তানকে দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু শাহবাজ সরকার জঙ্গিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। ৭ মে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান করে। সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে একজন নাগরিকের ক্ষতি না করেও পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। ‘অপারেশন সিঁদুর’-এর একাধিক ছবি, ভিডিও প্রবাসীদের সামনে তুলে ধরেন অভিষেক-সহ প্রতিনিধিদলের বাকি সদস্যরা। টোকিওর পরে এই সর্বদলীয় প্রতিনিধি দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুরে যাবে।