কান-এর রেড কার্পেটে ঐশ্বর্যকে নিয়ে চর্চা, পোশাকে খোদাই করা ভগবৎ গীতার শ্লোক!

কলকাতা – কান-এর রেড কার্পেটে ঐশ্বর্য! তাঁর সিঁথি ভরা সিঁদুর। বচ্চন বধূর সেই লুক দেখে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। আর এবার গৌরব গুপ্তার ডিজাইন করা কালো গাউনের উপর ধূসর কেপ জড়িয়ে নজর কাড়লেন ঐশ্বর্য।

পোশাকের সঙ্গে মিলিয়ে কালো ঢেউ খেলানো চুল খোলাই রেখেছিলেন রাই সুন্দরী। মুখে মানানসই মেকআপ, আর ঠোঁট রাঙিয়েছিলেন গাঢ় লাল লিপস্টিকে। তবে এবার ঐশ্বর্যর কালো গাউনের থেকেও বেশি নজর কাড়ল বারাণসীতে তৈরি ব্রোকেট কাপড়ের তৈরি কেপ। যে কেপটিতে কিনা খোদাই করা ছিল ভগবৎ গীতার শ্লোক।

ডিজাইনার গৌরব গুপ্তার পোস্ট থেকে জানা যাচ্ছে, ঐশ্বর্যর বোকেটের কেপে সংস্কৃতে লেখা আছে ‘कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन। मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ||’ যার অর্থ হল ‘তোমার অধিকার কেবল কর্ম করা , কিন্তু তার ফলের উপর কখনই নয়। কর্মের ফলকে তোমার উদ্দেশ্য হতে দিও না, এবং নিষ্ক্রিয়তার প্রতি তোমার আসক্তিও যেন না হয়।’

কানের রেড কার্পেটে ঐশ্বর্যর সঙ্গে তাঁর মেয়ে আরাধ্যাকেও দেখা যায়, তার পরনে ছিল কালো পোশাক। আরাধ্যা মায়ের হাত ধরে তাঁকে হাঁটতে সাহায্য করছিলেন। এদিকে এবার রেড কার্পেটে রেড কার্পেটে, ঐশ্বর্য প্রবীণ হলিউড অভিনেতা হেলেন মিরেন এবং সুপার মডেল কারা ডেলিভিংনের সঙ্গে পোজ দিয়েছেন।

এবার কানের রেড কার্পেটে শর্মিলা ঠাকুর থেকে শুরু করে জাহ্নবী কাপুর, নিজেদের পোশাকের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেছেন। সেই তালিকায় রয়েছেন ঐশ্বর্যও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *