রণবীর-আলিয়ার সংসারে আসছে দ্বিতীয় সন্তান! অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট, সুখবরের অপেক্ষা!

কলকাতা- দ্বিতীয় সন্তানের পরিকল্পনা রয়েছে, এমন কথা মাসখানেক আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন আলিয়া ভাট। তাঁরা নাকি দ্বিতীয় সন্তানের নামও ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন! কান-এর লাল গালিচা থেকে আলিয়ার দ্বিতীয় লুক ভাইরাল হতেই আবার জল্পনা। অনেকেই আলিয়ার ‘বেবিবাম্প’ স্পষ্ট হওয়ার দাবি তুলেছেন। তা হলে কি এবার দিদি হতে চলেছে রাহা?

আলিয়া সম্প্রতি জানিয়েছেন, ‘মেয়ের জন্মের পর থেকে নাকি রণবীর কাপুর বদলে গিয়েছেন। তিনি এখন দায়িত্ববাণ বাবা। অন্যদিকে, রাহার জন্মের পর থেকে মা-বাবা রণবীর-আলিয়ার ফিল্মি কেরিয়ারের বৃহস্পতিও তুঙ্গে। একের পর এক বিগ বাজেট সিনেমা করছেন তাঁরা। এবার জল্পনা ছড়াল, রণবীর কাপুরের ঘরে দ্বিতীয় সন্তান আসতে চলেছে। কালো অফ শোল্ডার গাউন থেকে স্পষ্ট নাকি ফুটে উঠেছে আলিয়ার বেবিবাম্প।

সম্প্রতি জয় শেট্টির পডকাস্টে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই তিনি বলেন, পুত্রসন্তানের জন্যেও একটি নাম ঠিক করে রেখেছেন তাঁরা। রাহার নামকরণ করেছিলেন ঠাকুমা নীতু কাপুর। সেইসময়েই পুত্রসন্তানের নাম ভেবে রেখেছিলেন রণবীর-আলিয়া। অভিনেত্রীর কথায়, ভবিষ্যতে যদি আমার ছেলে হয়, তাহলে সেই নামটাই রাখব। এবার কান-এর কার্পেটে আলিয়ার স্ফীতোদর দেখে অনেকেই বলছেন, তা হলে রাহা দিদি হল বলে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *