কলকাতা-তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদে আর থাকছেন না অনুব্রত মণ্ডল। শুক্রবার নতুন তালিকা প্রকাশ করেছে তৃণমূল। এরপর থেকেই বীরভূমে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গত বছর তিহাড় জেল থেকে বীরভূমে ফিরেছেন অনুব্রত। জেলে যাওয়ার আগে তিনিই ছিলেন জেলা সভাপতি। তবে তিনি চলে যাওয়ার পর দায়িত্ব যায় কোর কমিটির হাতে। এবার তিনি ফেরার পরও জেলা সভাপতি পদটা ফাঁকাই রয়ে গেল।
কোর কমিটির চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেন, “নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমার উপর আস্থা রেখেছেন এতে আমি কৃতজ্ঞ।” অনুব্রত মণ্ডলের জেলা সভাপতি পদ চলে যাওয়ার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।
সভাধিপতি কাজল শেখ বলেন, “কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি। এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল, এটাই হয়েছে। আমি নতমস্তকে প্রণাম জানাই তাঁদের। একুশের নির্বাচন, ২৩-এর নির্বাচন, ২৪-এর নির্বাচন খুব ভালভাবে পার করেছে কোর কমিটি।” অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। কোর কমিটির উপর আস্থা রেখেছে, ১১ টা বিধানসভার মধ্যে ১১ টাতেই বিপুলভাবে জয়লাভ হবে।”