ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মাঝে অরিজিত সিংয়ের বড়সড় সিদ্ধান্ত! কুর্ণিশ জানাচ্ছেন অনুরাগীরা

কলকাতা- দেশে যুদ্ধ পরিস্থিতির মাঝে বড় সিদ্ধান্ত অরিজিৎ সিংয়ের। আবু ধাবির অনুষ্ঠান আপাতত বাতিল করেছেন তিনি। এর আগে চেন্নাইয়ের অনুষ্ঠানও বাতিল করেছিলেন গায়ক।

ইনস্টাগ্রামে বৃহস্পতিবার অরিজিৎ সিংয়ের টিমের তরফে অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা করা হয়। জানানো হয়, “বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অরিজিৎ সিংয়ের আবু ধাবির লাইভ কনসার্ট আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ৯ মে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সময়ে আমরা আপনাদের ধৈর্য, সহযোগিতার প্রশংসা করি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আবার অনুষ্ঠানের নতুন দিনক্ষণ ঘোষণা করব।”

ওই অনুষ্ঠানের প্রায় সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল। ওই টিকিটেই পরবর্তী দিনক্ষণে অনুষ্ঠান দেখা যাবে। আর না হলে আগামী সাতদিনের মধ্যে টিকিটের দাম ফেরত দেওয়া হবে। আগামী ১২ মে থেকে শুরু হবে টিকিটের টাকা বিক্রির প্রক্রিয়া।

২৭ এপ্রিলের চেন্নাইয়ের অনুষ্ঠান বাতিল করেন অরিজিৎ। পহেলগাঁওয়ের জঙ্গিহানায় নিহত পর্যটকদের শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতি জারি করে অনুষ্ঠানের আয়োজকদের তরফেও শো বাতিল করার কথা ঘোষণা করা হয়। এমন ঘোষণার পরই অনুরাগীরা অরিজিতের সিদ্ধান্তকে কুর্নিশ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *