কলকাতা- আবার উত্তপ্ত কাশ্মীর! উপত্যকায় আবার চলছে জঙ্গি ও নিরাপত্তাবাহিনী বাহিনীর মধ্যে গুলির লড়াই। বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার চাতরুর সিংপোরা এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। ৪-৫ জন জঙ্গি থাকার খবর রয়েছে। এর পরই শুরু হয় গুলির লড়াই। ওই এলাকায় চার থেকে পাঁচ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
এদিন গোপন সূত্ সেনার কাছেরে খবর আসে ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে। এরপরই সেখানে হানা দেয় নিরাপত্তাবাহিনী। সেখানে পৌঁছতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তা প্রতিহত করে পালটা জবাব গুলি চালিয়েছে নিরাপত্তাবাহিনীও। ইতিমধ্যেই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই উপত্যকায় জঙ্গিদমনে লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। এক সপ্তাহ আগেই আরেক অভিযানে নিকেশ হয়েছিল মোট ৬ জঙ্গি। দক্ষিণ কাশ্মীরের কিছু অংশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে এই অভিযান চালানো হচ্ছে।