কলকাতা- বাংলাদেশে চরমপন্থার উত্থান। শেখ হাসিনার সরকারের পতনের পর সেখানে অরাজকতা চলছে। এবার ইসলামি বক্তা মাওলানা আব্দুল কুদ্দুস ফারুকীর এক ভিডিও ঘিরে বিতর্ক। কলকাতায় আত্মঘাতী হামলার হুমকি দেয় সে। বলা হয়, “৭০টি যুদ্ধবিমানের দরকার নেই। আত্মঘাতী যোদ্ধারাই যথেষ্ট।” ফারুকীর এই বক্তব্যে স্পষ্টভাবে তালিবান কৌশলের প্রশংসা এবং হিন্দু ও ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা লক্ষ করা যায়।
ভিডিও ৮ মার্চ হাসান মিডিয়া ইউটিউব চ্যানেলে আপলোড হয়, যা ইতিমধ্যে ১.৩ লক্ষের বেশি ভিউ পেয়েছে। ভিডিওর একটি ছোট অংশ ভাইরাল হয়ে যায়, যা বাংলাদেশি হিন্দু অধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ভিডিওতে ফারুকী বলে, “বাংলাদেশ সেনাবাহিনী অনুমতি দিলে আমি কলকাতা দখলের পরিকল্পনা করব। আমি আত্মঘাতী যোদ্ধা পাঠাব। একে বলে ‘আগে মরো, তারপর কাফেরদের হত্যা করো’ – তালিবানদের সফল কৌশল।”
ফারুকী ভিডিওতে হিন্দু ধর্ম ও ভারতীয়দের সম্পর্কে ঘৃণামূলক মন্তব্য রয়েছে। তিনি বলেন, “হিন্দুরা রক্ত দেখে ভয়ে কেঁপে ওঠে। তারা দুর্বল, নোংরা জিনিস খায়।” হাসান মিডিয়া নামক ইউটিউব চ্যানেলটি আরও কয়েকজন উগ্রপন্থী বক্তার ভিডিও প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে আনসারুল্লাহ বাংলা টিম প্রধান জসিমউদ্দিন রাহমানী। শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার তাকে মুক্তি দেয়।