পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান, বাড়ি হুগলিতে! দেশে ফেরাতে তৎপর সরকার

কলকাতা- ভুল করে তিনি ঢুকে পড়েছিলেন পাকিস্তানের জমিতে। আর তাতেই বিরাট সমস্যায় পড়ে গেলেন ভারতের বিএসএফ জওয়ান। পাক রেঞ্জার্সের হাতে আটক হলেন সেই বিএসএফ জওয়ান। বুধবার পঞ্জাবের ফিরোজপুরে ভুলবশত সীমান্ত অতিক্রম করে ফেলতেই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। ইতিমধ্যেই ওই জওয়ানকে ফেরাতে তৎপরতা শুরু করেছে ভারত।

ভারত- বাংলাদেশ সীমান্তে জালোকে দোনা এলাকায় মোতায়েন ছিলেন ওই বিএসএফ জওয়ান। টহলদারির সময় ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়তেই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। ভারতের তরফে জওয়ানকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও এখনও পাকিস্তান তাঁকে ফেরাতে রাজি হয়নি। এনিয়ে দু’পক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। কিন্তু ফেরানোর বিষয়টি ঝুলিয়ে রেখেছে পাকিস্তান। বিএসএফ সূত্রে জানা যায়, পাক সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ওই জওয়ানের নাম পিকে সিংহ। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের হুগলিতে। জওয়ানের পরিবার দুশ্চিন্তায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *