নয়াদিল্লি- ভারতের চাপে শেষমেশ ২১ দিন পর বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ফিরিয়ে দিল পাকিস্তান। বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পদে কর্মরত তিনি।
গত ২৩ এপ্রিল পঞ্জাবের ফিরোজপুরের কাছে অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাক ভূখণ্ডে ঢুকে পড়েন পূর্ণম। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। পূর্ণমকে ভারতে ফেরানো নিয়ে দু’দেশের মধ্যে চাপানউতোর চলছিল। অবশেষে বুধবার সকালে হুগলির রিষড়ার বাসিন্দা ওই জওয়ানকে ভারতে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। অমৃতসরের আটারিতে জয়েন্ট চেকপোস্ট দিয়ে এদিন ভারতে প্রবেশ করেন পূর্ণম।
বিএসএফের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এদিন সকাল সাড়ে ১০টায় আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে বিএসএফ কনস্টেবল পূর্ণমকুমার সাউকে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। তিনি ২৩ এপ্রিল ফিরোজপুর সেক্টরে অপারেশনাল ডিউটির সময় অসাবধানতাবশত পাক ভূখণ্ডে প্রবেশ করলে পাক রেঞ্জার্স তাকে আটক করে।’ আপাতত তাঁর শারীরিক পরীক্ষা হবে। এদিকে, পূর্ণমের দেশে ফেরার খবরে স্বস্তির শ্বাস ফেলেছেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ-সহ পরিবারের বাকি সদস্যরা।