কলকাতা: লিভারপুলের ট্রফি জয়ের পর শোভাযাত্রায় ভয়ঙ্কর ঘটনা। মিছিল চলাকালীন আচমকা দ্রুত গতিতে একটি গাড়ি এসে পরপর অন্তত ৫০ জনকে ধাক্কা মারে। গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে জঙ্গি কার্যকলাপের কোনও যোগ নেই।
দীর্ঘদিন পরে ইপিএল ট্রফি জিতল লিভারপুল। আনন্দে সোমবার বিজয় মিছিলের আয়োজন করেছিল লিভারপুল কর্তৃপক্ষ। ফুটবলার, কোচ-সহ দলের প্রত্যেককে নিয়ে হুডখোলা বাসে চেপে শহরের রাস্তায় ঘোরার পরিকল্পনা ছিল ইপিএল চ্যাম্পিয়নদের। প্রিয় দলের সঙ্গে উদযাপনে মেতে উঠতে পথে নেমেছিলেন বহু মানুষ। সেই সময়েই এমন কাণ্ড। বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় আহত হন অন্তত ৫০ জন। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় ২৭ জনকে, তাদের মধ্যে রয়েছে ৪ শিশুও।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিজয় শোভাযাত্রায় ঢুকে পড়ে কয়েকজনকে ধাক্কা মারে দ্রুত গতিতে চলতে থাকা গাড়িটি। তারপর গতি কমানোর চেষ্টা করে। গাড়ি নিয়ে পালাতে পারেননি চালক। পুরোপুরি গাড়িটি থামার পর ফের চড়াও হন আমজনতা। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়। গাড়িচালক ৫৩ বছর বয়সি ব্রিটিশ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার জঙ্গি যোগ দেখছে না স্থানীয় পুলিশ। কেন এমন ঘটনা ঘটল, সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পরে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।