
খুনের হুমকি গৌতম গম্ভীরকে! পহেলগাঁও হামলা নিয়ে প্রতিবাদ করেছিলেন ভারতীয় দলের হেড কোচ
কলকাতা: বিজেপির প্রাক্তন সাংসদ এবং ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে খুনের হুমকি দিল ‘আইএসআইএস কাশ্মীর’। দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন গম্ভীর। পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন গম্ভীর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ। হামলার নিন্দা করে তিনি লিখেছিলেন, ‘মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। যারা এই কাজের জন্য দায়ী তাদের মূল্য চোকাতে হবে। ভারত পালটা আঘাত হানবেই।’ এরপর বুধবার তিনি খুনের হুমকি পান। গম্ভীরকে ই-মেলে খুনের হুমকি দিয়েছে ‘আইএসআইএস কাশ্মীর’। তাঁকে পাঠানো দু’টি ইমেলে লেখা ছিল, ‘আই কিল ইউ’। যার অর্থ, আমি তোমায় মেরে ফেলব। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন গম্ভীর। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে ওই ইমেল এসেছে, কারা তা পাঠিয়েছে, তদন্ত শুরু হয়েছে।